৪নং সুবিদপুর ইউনিয়ন ছিল কালের ঐতিহ্যবাহী ইতিহাস এই অঞ্চলের লোক সাহিত্য সংস্কৃতি, ভোগলিক ও ঐতিহাসিক বিচার-বিশ্নেষণের ৪নং সুবিদপুর (প:)।এই ইউনিয়নের চারদিকে পরিবেষ্টিত আছে বিভিন্ন খাল-বিল ও ৬৫ মাইল বেষ্টিত হাইমচর মতলব ভেড়ী বাঁধ। উক্ত ইউনিয়নের পশ্চিমে শোল্লা বাজার, পূর্বে আছে কামতা বাজার, উত্তরে টোরা মুন্সীর হাট বাজার, দক্ষিনে আইটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এখানের লোকেরা বাংলা ভাষাভাষি। সবাই বাংলাতেই কথা বলে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস